আজ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


আব্দুল কাদের চৌধুরী

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় দিন-দুপুরে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে এলাকায় সাধারন মানুষ চরম আতংকে দিনযাপন করছে। ঘটনার পর ১৩ জুলাই ২০২৪ ইং শনিবার ভুক্তভোগী মমতাজ, আলাউদ্দিন এবং সাবরিনা চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, গত বুধবার (১০ জুলাই) দিন-দুপুরে ২ টার দিকে এ ঘটনাটি ঘটে। তারা আরো বলেন, ফটিকছড়ি থানা সংলগ্ন হামজারটিলার স্থানীয় ব্যবসায়ী ইলিয়াছ কাঞ্চন, দুলাল এবং কিশোর গ্যাং লিডার হামিমের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী বাহিনী মিলে এ হামলা পরিচালনা করে। সন্ত্রাসীরা হামজারটিলার হাজী ইদ্রিস ভবন এবং মমতাজ ভবনে একযোগে হামলা করে। এ সময় তারা ভবনের চতুর্পাশে ঘেরাও করে এবং ভবনের ভেতর ঢুকে দরজা ভেঙে অনধিকার প্রবেশ করে ভবনে থাকা নারী-পুরুষ ও বাচ্চাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা ঘরের আলমারি ভেঙে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় লক্ষাধিক টাকা লুট করে নেয়।

ভুক্তভোগীরা ৯৯৯ নাম্বারে কল করলে ঘটনার প্রায় ২০ মিনিট পর ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় একটি অনলাইন পোর্টাল ‘ফটিকছড়ি ভিশন’ ঘটনার সাথে সাথে পরিস্থিতি লাইভ সম্প্রচার করায় সন্ত্রাসীরা সে পেইজের এডমিনকেও হুমকি প্রদান করছে। ঘটনার পর হতে পুরো এলাকায় আতংক বিরাজ করছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য হামজারটিলার এলাকাবাসী দাবী করেন। উক্ত ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের প্রশাসন যদি কঠোরভাবে দমন না করলে আরো সন্ত্রাসী, লুটপাট, মানুষ খুনের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জকে (ওসি) ফোন করা হলে তিনি জানান, উক্ত ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং দুজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বয়স্ক এলাকাবাসী জানান, জড়িত সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় তারা এখনো ধরাছোঁয়ার বাইরে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর