সাতকানিয়া, প্রতিনিধি সংবাদদাতা >>>চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের বৈতরণী শীলঘাটা সড়কের ২ নং ওয়ার্ডে শীলঘাটা ব্রিজ পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।স্থানীয় জনসাধারণ সাতকানিয়া উপজেলা প্রশাসনকে অবহিত করলে গত ২৮ আগস্ট সকাল ১১ ঘটিকার সময় উপজেলা ইঞ্জিনিয়ার সবুজ কুমার দে নেতৃত্বে একটি প্রতিনিধি টিম বৈতরণী শীলঘাটা ব্রিজ পরিদর্শন করে স্থানীয় জনসাধারয়ণের দাবীর প্রেক্ষিতে একটি অস্থায়ী ব্রিজ নির্মান করে চলাচলের ব্যাবস্থা করে দিবেন জানান,এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষের চলাচল জন দুর্ভোগের শেষ নাই এই অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি খামারি এবং কৃষকরা বিভিন্ন সবজি বাজারজাত করার জন্য গাড়ি নিয়ে যাতায়াত করে থাকে।পরে ইঞ্জিনিয়ার সবুজ কুমার দে দক্ষিণ শীলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মান কাজ পরিদর্শন করে,বড়ুয়া পাড়া নির্মানাধীন রাস্তার কাজ পরিদর্শন করেন।সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে’কে ফোন করা হলে তিনি জানান,উক্ত বিষয়ে আমরা রিপোর্ট করেছি।কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলেই আমরা ব্রীজটা নির্মাণ বা সংস্কারের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবো।এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, ওখানে একটা ব্রিজ তলিয়ে যাওয়ার খবর পেয়েছি তৎখানেক উপজেলা প্রকৌশলী কে ভিজিট করার জন্য পাঠিয়েছি।একই রোডে পাশাপাশি আর একটা বৈতরণী ব্রিজের কাজ চলমান রয়েছে,এবং তলিয়ে যাওয়া ব্রিজের কাজ কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সংস্কার করা হবে।
Leave a Reply