নুরুল কবির রিফাত:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলীর জন্মদিন পালিত হয়েছে।
১৬ই ফেব্রুয়ারি- বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাখীল বাংলাবাজার রয়েল পার্ক কমিউনিটি সেন্টারে সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগ নেতা প্রবাসী মোহাম্মদ মোরশেদুল আলম, যুবলীগ নেতা আব্দুল গফুর, সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ রিফাত, সাতকানিয়া উপজেলা ছাত্রনেতা মোঃ মুমিনুল হক, সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ শামীম, রাকিব, সাইমন, মিজান, আরফাতসহ সর্বস্তরের সংগ্রামী ছাত্রলীগ নেতৃবৃন্দসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীগন উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সকলে জন্মদিনের কেক কেটে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলীর জীবনের সর্বাঙ্গীণ সফলতা ও কল্যাণ কামনা করা হয়। এত সুন্দর জন্মদিনের অনুষ্ঠান উপহার দেয়ার জন্য সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি মোহাম্মদ আলী।