আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জব্বার চৌধুরী’র বিক্ষোভ মিছিল


মুহাম্মদ আরফাত হোসেন

চন্দনাইশে দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যা, হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আ’লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য মো. আবদুল জব্বার চৌধুরী। ১ নভেম্বর বুধবার বিকেলে গাছবাড়ীয়া বদুর পাড়া রাস্তা মাথা থেকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপর বিক্ষোভ মিছিল পদক্ষীণ শেষে প্রতিবাদ সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনায় অংশ নেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, কাউন্সিলর যথাক্রমে মোজাম্মেল হক চৌধুরী, মো. আলমগীর, যুবলীগ নেতা যথাক্রমে চৌধুরী আমির মো. সাইফুদ্দিন, নুরুল আমজাদ চৌধুরী, বোরহান উদ্দিন গিফারী, মোজাম্মেল হক, সাঈদুল হক সাইমন, কুতুব উদ্দিন হাসান প্রমূখ।

উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী তার বক্তব্যে বলেন, চন্দনাইশ- সাতকানিয়া আংশিক এলাকা হচ্ছে নৌকা’র ঘাঁটি, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা কাজ করব। সেই কাজ করার মানসিকতা আমাদের সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি জামায়াত যে নৈরাজ্যে সৃষ্টি করেছে তা প্রতিহত করতে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর