আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনারস মার্কা প্রার্থী নেতাকর্মীদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মোজ্জাম্মেল হক


সাদ্দাম হোসেন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে
আনোয়ারায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন,আনোয়ারায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোজ্জাম্মেল হক।
গতকাল শনিবার (১৮ মে) বিকাল ৪টায় আনোয়ারা চাতরী চৌমুহনীস্থ আল আরাফাহ ইসলামী ব্যাংক ভবনে তার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে
কাজী মোজ্জাম্মেল হক বলেন,জনগণ দীর্ঘদিন নির্বাচন বিমুখী ছিলো। এবার জনগন ভোট দেওয়ার অপেক্ষায়। জনগণকে সাথে নিয়ে নির্বাচনী মাঠে থাকবো।সুষ্ঠু ভোট হলে জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে বলে আশা রাখি। উন্নয়ন মূলক যে বাজেট ও প্রকল্প গুলো আছে সেগুলো যদি সঠিক ভাবে করা হয়। আনোয়ারা এক দিন মডেল উপজেলায় পরিণত হবে। মানুষ এখন সচেতন  দুর্বৃত্তয়ন ও দুর্নীতি থেকে মানুষ পরিত্রাণ চাই।আমি যদি নির্বাচিত হই তাহলে আমার প্রথম কাজ সরকারি বরাদ্দ গুলি সঠিকভাবে ব্যয় করা ও পরিকল্পিতভাবে উন্নয়নের কাজ করা।তাহলে উন্নয়নের আর কাজ বাকী থাকবে বলে আমার মনে হয় না।এর বাইরে আমার প্রথম কাজ  প্রশাসনের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকা। সব মিলিয়ে আমি আশা করছি। একটি সত্যিকারের স্মার্ট আনোয়ারা আমি নির্মাণ করতে পারব।বর্তমানে নির্বাচন সুষ্ঠু ভোট গ্রহণ প্রচরনায় আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।আপনারা জনগণের পক্ষে কথা বলুন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন।আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন।সকল ভয় ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

এসময়  আনোয়ারা উপজেলা ও চট্টগ্রাম, ঢাকা অবস্থানরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর