মো. ইকবাল হোসেন, সাতকানিয়াঃ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতিতে খাদ্য সংকটের অজুহাত দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুঠছে। এজন্য রবিবার (১৩ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার সোনাকানিয়া মির্জাখীল বাংলাবাজার ও এওচিঁয়া ইউনিয়নের দেওদিঘী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দেয়া দণ্ডে ৭ দোকানিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সঙ্কটের মধ্যে জনসাধারণকে জিম্মি করে দ্রব্যমূল্য বাড়িয়েছে দোকানীরা। বিষয়টি জানতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাংলাবাজারের ব্যবসায়ী আব্দুল জলিলকে (৫০) ১০ হাজার টাকা, আব্দুর শুকুরকে (৪৩) ৪০ হাজার টাকা, আব্দুল জব্বারকে (৪৫) ৫ হাজার টাকা, মো. কিবরিয়াকে (৪০) ৫ হাজার টাকা, দেওদিঘী বাজারের ব্যবসায়ী মো. বশির আহমদকে (৬০) ৫ হাজার টাকা, মো. জামালকে (৩৫) ২০ হাজার টাকা এবং কোরবান আলীকে (৪৩) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। বিষয়টি নিশ্চিত করে তিনি চাটগাঁর সংবাদকে বলেন, ‘জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে সহযোগিতা করেছে সাতকানিয়া থানার পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।