প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
উখিয়া র্যাবের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

আব্দুল্লাহ আল মারুফ, নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার টেকনাফ হ্নীলা ইউনিয়নে থেকে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।রবিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে এই অভিযান চালানোর হয়।গ্রেফতার কি তোরা হলেন হলেন,হ্নীলা মৌলভী বাজারের হাজী জানে আলমের পুত্র রবি আলম (২৭) ও একই এলাকার নাজির হোসেনের পুত্র বশির আহম্মদ(৩৫)।কক্সবাজার র্যাব-১৫'র মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,টেকনাফের হ্নীলা মৌলভী বাজার এলাকার জনৈক জানে আলমের বাড়িতে কতিপয় কারবারী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছিল । এমন সংবাদের ভিত্তিতে নির্ধারিত স্থানে অভিযান পরিচালনা করে র্যাবের চৌকস দল।অভিযানে চলাকালে পালানোর সময় দুই মাদক কারবারি রবি আলম ও নাজির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে একটি চটের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে মিয়ানমার থেকে সংগ্রহ করে আসছিল । পরবর্তীতে বিভিন্ন জায়গায় মজুদ করে আইন—শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.