প্রভাষ চক্রবর্ত্তী, বোয়ালখালীঃ বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো মামুন।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে জনচলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টি করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী খরণদ্বীপ এলাকার মো. মনছুরকে ৫০ হাজার টাকা ও মো. সাইফুদ্দিনকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী অফিসার মো. মামুন।
এ সময় অফিস সহকারী মো. শওকত হোসেন, বোয়ালখালী থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
Leave a Reply