মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ উপজেলায় পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহারের অপরাধে ভ্রাম্যমান আদালতে দুইটি অটো রাইস মিল মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার চন্দনাইশ বাজার ও সূচিয়া মহাজন ঘাটা বাজারে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করা হয়।
অভিযানে পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় মের্সাস জহির অটো রাইস মিল এবং শাহ আমিন অটো রাইস মিল নামক দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহারের লক্ষ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়ন করে যাচ্ছে। এ আইনের আওতায় ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া, পোল্ট্রি ও ফিসফিডসহ মোট ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
চন্দনাইশের রাইস মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করে বেশ কয়েকবার সতর্ক করার পরেও তারা পাটজাত বস্তার বদলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে। ফলে আইন বাস্তবায়নের লক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে।” অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে চট্টগ্রাম পাট অধিদপ্তরের পাট উন্নয়ন সহকারী বাবুল চন্দ্র দাশ, চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
Leave a Reply