অনলাইন ডেস্ক
চট্টগ্রাম সিটির চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি-অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতার দুজন হলেন মো. জামশেদ উদ্দিন (৩২) ও মো. জমশেদ (২৮)। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথার সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজের সামনে রাস্তার ওপর থেকে সৌরাত মাহামুদ আবিদের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এই ঘটনায় থানায় একটি মামলা করা হয়।’
তিনি আরো জানান, ‘এরপর গোপন খবরের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে দুইজনকে গ্রেফতার করা হয়। এই সময় সৌরাতের চুরি যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয়।
জাহিদুল কবির বলেন, ‘আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তাদের হেফাজতে আরো চোরাই সিএনজি আছে। পরে, তাদের দেয়া তথ্যানুযায়ী শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে চান্দগাঁও থানার কাপ্তাই রোডের গোলাপের দোকান এলাকা থেকে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিনটি চোরাই সিএনজি নিয়ে পৃথক তিনটি মামলা করা হচ্ছে।’
ওসি আরো বলেন, ‘আসামিরা দীর্ঘ দিন ধরে চান্দগাঁও থানা এলাকাসহ চট্টগ্রাম সিটির বিভিন্ন এলাকা থেকে সিএনজি চুরির সাথে সম্পৃক্ত রয়েছে। এরপর সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় বিক্রি করে করছিল।