অনলাইন ডেস্কঃ নগরীর হোটেল পেনিনসুলায় আজ মঙ্গলবার (৪ জুন) থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’।
এক্সপোতে ভারতের প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। জানা গেছে, চট্টগ্রামের পর দেশের আরো কয়েকটি জেলায় এই এক্সপো হবে। ৭ থেকে ৮ জুন ঢাকার যমুনা ফিউচার পার্কে, ১০ জুন খুলনার সিটি ইনে এবং ১২ জুন রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউতে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন ইসলামী মানসম্পন্ন শিক্ষা বিস্তারে আইআইইউসি অগ্রগামী: মালয়েশিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে ড. নদভী
আয়োজকসূত্রে জানা গেছে, স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো হাজার হাজার বাংলাদেশি অভিভাবক এবং ছাত্রকে আকর্ষণ করে। ভারতকে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসাবে বিবেচনা করা হয় না, বরং বহু সাংস্কৃতিক পরিবেশ, বিশ্ব মানের পরিকাঠামো, সেরা অনুষদ, উন্নত গবেষণা এবং উদ্ভাবন, বৈশ্বিক স্বীকৃত ডিগ্রিসহ শিক্ষার জন্য গন্তব্য হিসেবেও বিবেচনা করা হয়। যে কেউ রেজিস্ট্রেশন করে ফ্রিতে এঙপোতে অংশগ্রহণ করতে পারবেন তারা জানিয়েছেন।
তথ্যসূত্র: আজাদী
Leave a Reply