আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, চন্দনাইশে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশে বিএসটিআই এর অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন, মেয়াদ উর্ত্তীণের তারিখবিহীনভাবে উৎপাদিত মিষ্টি এবং দুগ্ধজাত সামগ্রী বাজারজাত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকালে বরমা ইউনিয়নের ধামাইর হাট বাজার এবং সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচাহাট দীঘির পাড় এলাকায় চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বরমা ধামাইর হাটস্থ “বরমা মিষ্টি ঘর” এর সনজিত বিশ্বাস (৪৯) কে ১৫ হাজার টাকা এবং সাতবাড়িয়া বাগিচাহাট দীঘির পাড়স্থ “এ ১ ফুড” এর মোহাম্মদ আজগর (৩২) কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার রাজীব দাশগুপ্ত ও পরিদর্শক সাগর কর্মকার উপস্থিত ছিলেন। চন্দনাইশ থানার সহকারী উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান সহ একদল পুলিশ অভিযান পরিচালনায় সহায়তা করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর