মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর বরমা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গত বুধবার (৮ মে) বিকালে উপজেলার মৌলভীবাজার এলাকায় মোস্তফা কনভেনশন হলে বরমা ইউনিয়ন এলডিপি'র সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপি সভাপতি মোতাহের মিঞা, উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক আলহাজ আকতার আলম।
চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দোহাজারী পৌরসভা এলডিপি আহবায়ক লিয়াকত আলী, জোয়ারা ইউনিয়ন এলডিপি সভাপতি জসিম উদ্দিন সিকদার, বরকল ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক সাহেব মিয়া, বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসলেম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চন্দনাইশ উপজেলা গনতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সায়েম প্রমুখ।
সম্মেলন শেষে বরমা ইউনিয়ন এলডিপি'র নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে বরমা ইউনিয়ন এলডিপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মোসলেম উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম সহ ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।