কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে ৭,৮,৯নংওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিকলবাহা ইউনিয়নের ৮নং ওয়ার্ড’স্থ খাঁন পুকুর পশ্চিম শিকলবাহা সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিকলবাহা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।
দীর্ঘ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে ইউনিয়নের ৩টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। শিকলবাহা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ফোরকানের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরী টুকু,আলহাজ্ব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, এস এম ছালেহ, শিকলবাহা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফোরকান উদ্দিন,কর্ণফুলী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান, অর্থ সম্পাদক আব্দুল হালিম, কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন নেভী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাফর ইকবাল, উপ প্রচার সম্পাদক ইন্জিনিয়র হাসমত আলী,সদস্য মো. ইয়াছিন, সেলিমুল হক,কর্ণফুলী উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শিকলবাহা ৩ ইউনিয়নের নেতাকর্মী সহ কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন তেলেওয়াত মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে পরে নেতাকর্মীরা বেলুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে নতুন কমিটির ঘোষণা না হলেও আগ্রহী পদপ্রার্থীদের নাম ঘোষণা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ত্যাগী ও সাহসী নেতাদের নেতৃত্বে কমিটি গঠনের কথা জানানন নেতৃবৃন্দ ।
Leave a Reply