আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


সাতকানিয়া প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তার বিকল্প নেই। এই উপলক্ষে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে ২৪ জুলাই, কলেজ আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বনজ, ফলজ এবং ওষুধি চারাগাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি জননেতা নুরুল আবছার চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্যে গভর্নিং বডির সভাপতি বলন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ২৫% বনায়ন দরকার।

তাছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি ও পরিবেশকে মনোরম ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে বৃক্ষের বিকল্প নেই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষকদের মধ্যে মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ রুহুল আমিন, কলেজ শিক্ষার্থী জাকিয়া সোলতানা, তাছমিন সোলতানা, জান্নাতুল আফরাইম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আরিফুর রহমান। বৃক্ষরোপণ শেষে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজ আঙিনা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত পদক্ষিণ করেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর