চাটগাঁর সংবাদ ডেস্ক: বাংলাদেশে পরিবেশ রক্ষা ও সবুজায়নের জন্য ফটিকছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং।
মঙ্গলবার (২৫ জুলাই) সংস্থাটির প্রচার সম্পাদক লায়ন মোহাম্মদ সুমনের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির ফাউন্ডার প্রেসিডেন্ট ও জেলার রিজিয়ন চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জানে আলম।
লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সঞ্চালনায় ও লায়ন গাজী মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মকসুদুর রহমান দুলাল, বিবিরহাট গাউসিয়া হক ভান্ডার খানকা শরীফের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শওকত হোসাইন, সমাজসেবক ও প্রবাসী আনিসুল ইসলাম মাহমুদ, লায়ন পণ্ডিত সলিল আচার্য্য, লায়ন পণ্ডিত অপু আচার্য্য, লায়ন
পণ্ডিত বিপুল সরকার, লায়ন আশিষ চক্রবর্তী, ঝুমুর সর্দ্দার, সমীর কান্তি
দাশ, সমিরন কান্তি পালন, ঝুমুর সর্দ্দার সুমন, লায়ন মোহাম্মদ সুমন
প্রমুখ।