নগরীর চকবাজার মোড়ে ট্রাভেল এজেন্ট ওনার্স ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানায় ক্লাবটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ দিদারুল ইসলাম খান।
এসময় হজ্জ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদেও প্রতি আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট কাজী মুহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আবদুর রাজ্জাক, সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার জাবেদ, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল কাওসার, সহ-সাধারণ মুহাম্মদ শফিউল আজম সাগর প্রমুখ।
তথ্যসূত্র: বাসস
Leave a Reply