রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলায় মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠে বাণিজ্য মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মেলা কতৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছর মেলায় টিকেট প্রবেশ ব্যবস্থা রয়েছে বিধায় প্রতিদিন টিকিটের উপর লটারি দেওয়া হচ্ছে। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
[caption id="attachment_4600" align="alignnone" width="300"] সংগৃহীত ছবি[/caption]
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় দর্শানার্থীদের ভিড় চোখে পড়ার মতো। অনেক স্টলে কেনাকাটা করছেন ক্রেতা-বিক্রেতারা। বিক্রেতাদের বিশ্বাস, এবছর বাণিজ্য মেলায় গতবছরের তুলনায় বিক্রি বাড়বে।
মেলা প্রসঙ্গে রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, পর্যটকদের কাছে রাঙামাটিকে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়। এই মেলার মধ্য দিয়ে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রচার-প্রচারণাসহ রাঙামাটির ঐতিহ্যকে সারাদেশের মানুষ নতুন করে জানতে পারবে।’
রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ।