বর্ণাঢ্য আয়োজনে চাটগাঁর সংবাদ পত্রিকার ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে। আজ শুক্রবার (২৫ নভেম্বর) এ উপলক্ষে বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘ইঞ্জিনিয়ার আবদুল খালেক হল’ এ সুধী সমাবেশ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এম.এ লতিফ এমপি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহাব) চট্টগ্রামের চেয়ারম্যান ও চাটগাঁর সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবদুল কৈয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী।