চাটগাঁর সংবাদ ডেস্কঃ আজ ২ আগস্ট আন্তর্জাতিক পেশাদার প্রকৌশলী দিবস। আগস্টের প্রথম বুধবার এ দিবসটি পালন করা হয়।
বিশ্বে পেশাদার প্রকৌশলীদের অবদান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স সোসাইটি এই দিবসটি উদযাপন শুরু করে।
১৯০৭ সালের ৮ আগস্ট (বুধবার) মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওয়াইয়োমিং এর পেশাদার প্রকৌশলী চার্লস বেলামি বিশ্বের প্রথম পেশাদার প্রকৌশলী হিসেবে লাইসেন্স পেয়েছিলেন। সেই উপলক্ষ্যে আগস্টের প্রথম বুধবার বিশ্ব পেশাদার প্রকৌশলী দিবস পালন করা হয়।
বর্তমানে বাংলাদেশের বেশ ক’জন পেশাদার প্রকৌশলী বিশ্বব্যাপী সমাদৃত। তাঁদের মধ্যে রয়েছেন 'পদ্মা বহুমুখী সেতু' ডিজাইন ও বাস্তবায়নে বিশেষজ্ঞ প্যানেলের অন্যতম সদস্য প্রকৌশলী ড. এম ফিরোজ আহমেদ, ‘আর্কিটেক্ট অব মডিফিকেশন প্লান অব জামরা’ এর নকশা প্রণয়নকারী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীমসহ আরো অনেকে।
প্রকৌশলীরা হলেন দক্ষ প্রযুক্তিবিদ। গাণিতিক ও বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে ব্যবহারিক সমস্যার নিরাপদ এবং অর্থনৈতিক বিচারে গ্রহণযোগ্য সমাধান খুঁজেন তাঁরা। পেশাদার প্রকৌশলী গড়ার জন্য বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ের ৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে।