অনলাইন ডেস্কঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের যেসব যোদ্ধারা অসামান্য ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে ডা. আফছারুল আমীনের নাম অগ্রভাগে থাকবে। যুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলো গোপনে সংরক্ষণ করার দায়িত্ব পালন করতেন তিনি। চিকিৎসক হিসাবে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাও দিতেন তিনি। দেশের স্বাধীকার অর্জিত হওয়ার পর দেশ গঠনেও অসামান্য ভূমিকা ছিলো তার।
চট্টগ্রাম-১০ আসন থেকে তিন তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের এই বীর সেনানী।ছিলেন নৌ পরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের দায়িত্বে।
মহানগর আওয়ামী লীগের গুরু দায়িত্বও ছিলো তার ওপর। সহ সভাপতিসহ অসংখ্য পদবীতে নিযুক্ত ছিলেন তিনি।
আরও পড়ুন আফছারুল আমীনের দ্বিতীয় জানাজায় মানুষের ঢল
১৯৫২ সালের ১ জানুয়ারি জন্মেছিলেন ডা. আফসারুল আমিন। রাজনৈতিক পরিচয় ছাড়াও চিকিৎসক, শিক্ষানুরাগী হিসাবে তিনি সুপরিচিত ছিলেন চট্টগ্রামে। ২০২৩ সালে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২ জুন ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
আজ রবিবার তার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সাড়ে ৯টায় খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সবাইকে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।