অনলাইন ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার নবমী আজ। মহানবমীর দিনে দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর আর রাম বধ করেছিলেন রাবণকে। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়। কারণ পরের দিন কেবল বিসর্জনের পর্ব।
নবমীর রাতে উৎসবের রাত শেষ হয়। এই রাতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে। কারণ পরদিন দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে। এ বছর ভক্তদের কষ্ট দূর করতে দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে আর আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমীর দিন বিদায় নেবেন এই একই বাহনে।
নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট সর্বমোট ৪৮ মিনিটে সন্ধিপূজা হয়। মূলত দেবী চামুণ্ডার পূজা করা হয় এ সময়। নবমী তিথিতে পালন করা হয় কল্পারম্ভ ও বিহিত পূজা।
বিজয়া দশমীর দিন মঙ্গলবার বিকাল থেকে প্রতিমা বিসর্জন শুরু হবে বলে জানা গেছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্যমতে, চলতি বছর সারাদেশে প্রায় ৩২ হাজার ৪০৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন
Leave a Reply