চাটগাঁর সংবাদ ডেস্কঃ আজ ১০ আগস্ট, বিশ্ব সিংহ দিবস। বিশ্বজুড়ে প্রতিবছর এই দিনে মানুষের মধ্যে সিংহের ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে দিবসটি উদযাপন করা হয়।
২০১৩ সালে প্রথম ন্যাশনাল জিওগ্রাফিক ও দ্য বিগ ক্যাট ইনিশিয়েটিভের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ দিনটি পালন করা শুরু করেন দক্ষিণ আফ্রিকার দম্পতি ডেরেক ও বেভার্লি জোবার্ট।
তারা বিশ্ব জুড়ে ‘বিগ ক্যাট’-এর বিভিন্ন প্রজাতিকে সংরক্ষণের উদ্দেশ্যে এই কাজ শুরু করেন।
শুধু সিংহ নয়, সব জীবজন্তুদের বাঁচার অধিকার আছে, ফলে সচেতনতা জরুরি।
বর্তমানে বিশ্বব্যাপী সিংহের সংখ্যা হ্রাস পাচ্ছে। যদিও বাংলাদেশে সিংহের কোনো প্রজাতি নেই, তবে ভারতে রয়েছে।
সিংহের মূলত দুটি উপপ্রজাতি বর্তমানে টিকে আছে। একটি হল আফ্রিকান সিংহ অপরটি হল এশীয় সিংহ। আফ্রিকান সিংহ মোটামুটি আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাওয়া গেলেও অল্প সংখ্যক ভারতীয় সিংহ শুধু ভারতের গির অভয়ারণ্যে পাওয়া যায়।