এশিয়া কাপ থেকে ছিটকে পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে। আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায় ক্রিকেটাররা।
এশিয়া কাপ খেলতে গত ২৩ আগস্ট দেশ ছেড়েছিল সাকিব আল হাসানের দল। সংযুক্ত আরব আমিরাতে ১০ দিনেই টাইগারদের মিশন শেষ হয়ে যায়। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে সাকিব বাহিনী।
তবে, দলের সঙ্গে ঢাকায় ফিরেননি ব্যাটিং কোচ জেমি সিডন্স। দুবাই থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। পরে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন সিডন্স।
ঢাকায় ফিরে কয়েকদিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। আগামী মাসে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলবে সাকিবের দল।
Leave a Reply