আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বিশ্বকাপের নক আউট পর্বের টিকেট বিক্রি আজ রাত থেকে শুরু


অনলাইন ডেস্কঃ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হচ্ছে আগামী রবিবার। এরপর বুধবার থেকে নক আউট পর্বের ম্যাচ শুরু হতে যাচ্ছে। নক আউট পর্বে রয়েছে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। নক আউট পর্বকে সামনে রেখে শেষ সেটের টিকেট বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত থেকে।

আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে প্রথম সেমিফাইনাল ও ১৬ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় এই তিনটি ম্যাচের টিকেট আজ স্থানীয় সময় রাত ৮ টা থেকে বিশ্বকাপের অফিসিয়াল টিকেটিং ওয়েবসাইট থেকে কেনা যাবে।

আরও পড়ুন প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে বিশ্বকাপের শেষ মুহূর্তেও আবহ উপভোগ করার এটাই ক্রিকেট সমর্থকদের সামনে শেষ সুযোগ। ইতোমধ্যেই ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজ্যিলান্ড বিশ্বকাপের সেমিফাইনালের টিকেট পেয়ে গেছে। বাকি থাকা একটি স্থানের জন্য লড়াইয়ে এখনো টিকে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। এই তিনটি দলই আট ম্যাচে চারটি করে জয় নিয়ে সেমির আশা টিকিয়ে রেখেছে।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর