আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

একদিনে সাপের কামড়ে তিনজন হাসপাতালে


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ও সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ও নলুয়া ইউনিয়নে সোমবার (২৪ জুলাই) বিকাল থেকে রাত পর্যন্ত সাপের কামড়ে তিনজন আহতের ঘটনা ঘটেছে।

তাদেরকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের স্বজনেরা নিজেদের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। আহতরা হলেন- দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী এলাকার আবু ছালেকের ছেলে আফরাদ রহমান (১৬), সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাটগড় এলাকার সুভাষ দাশের ছেলে অনুপম দাশ (১৮) ও নলুয়া ইউনিয়নের তালতল এলাকার লক্ষিন্দর দাশের ছেলে পরিমল দাশ (৫৫)।

আহতদের স্বজনেরা জানায়, পৃথকস্থানে তিনজনই রাস্তা দিয়ে হাঁটার সময় সাপের কামড়ে আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাঁরা নিজেদের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান।

দোহাজারী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরমান আলী বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর রাত ৮ টা এবং ৯ টায় দু’জন রোগী আসেন সাপের কামড়ে আহত হয়ে। আমার পূর্ববর্তী সময়ে বিকাল ৫ টার দিকে আরেকজন রোগী সাপের কামড়ে আহত হয়ে এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে এন্টিভ্যানম প্রয়োগের জন্য পর্যবেক্ষণ রাখা হলেও তাদের স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।”

দোহাজারী হাসপাতালে এন্টিভ্যানম মজুত আছে উল্লেখ করে তিনি বলেন, “বৃষ্টির কারনে সাপের আবাসস্থল বিনষ্ট হওয়ায় কিছুটা উপদ্রব বাড়তে পারে। রাস্তায় সতর্কতার সাথে চলাফেরা করার পাশাপাশি রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শও দেন এই চিকিৎসা কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর