আজ ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

suvante paabo

এবার চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী সুভান্তে


এবার চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী সুভান্তে পাবো। বিলুপ্ত হোমিনিডের জিনোম ও মানুষের বিবর্তন নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২২ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান তিনি। আজ সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘোষণা দেয় সুইডিশ একাডেমি।

সুইডিশ এই বিজ্ঞানী জিনতত্ত্ব ও বিবর্তন নিয়ে গবেষণা করছেন। ২০১৪ সালে প্রকাশিত হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বই ‘নিয়ান্ডারথাল ম্যান: ইন সার্চ অব লস্ট জিনোম’।

অন্যান্য শাখাতেও নোবেল ঘোষণা করা হবে শিগগির। পদার্থবিজ্ঞানে মঙ্গলবার, রসায়নে বুধবার, সাহিত্যে বৃহস্পতিবার এবং শান্তিতে শুক্রবার ঘোষণা করা হবে নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম। আর বিজয়ীদের হাতে স্টকহোমে পুরস্কার তুলে দেয়া হবে ডিসেম্বরে।

বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯০১ সাল থেকে দেয়া হচ্ছে নোবেল পুরস্কার। গত বছর চিকিত্সাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছিলেন ড্যাভিড জুলিয়াস ও আরডেম প্যাটাপুটিয়ান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর