আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করলেন কুবির শিক্ষার্থীরা


অনলাইন ডেস্কঃ এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি অংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে পরিবহন থেমে থাকতে দেখা গেছে।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের হাতে এসময় ছিলো প্ল্যাকার্ড ও পোস্টার। সেগুলো উঁচিয়ে ধরে স্লোগান দিচ্ছেন তারা। প্ল্যাকার্ডে লেখা আছে, মুক্তিযুদ্ধের মূলকথা সুযোগের সমতা, কোটা না মেধা, মেধা মেধা, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, এক দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক।

আরও পড়ুন কুবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর কমিটি ঘোষণা

আন্দোলনরত শিক্ষার্থী আনোয়ার হোসেন, রাজীব দাশ, সুমিত কর্মকার ও আমজাদ হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রথমে দাবি জানিয়েছি। আমাদের কথা রেখেছিল সরকার। কিন্তু হাইকোর্ট আবার সেটাকে স্থগিত করেছে। আমরা চাই, ২০১৮ সালের পরিপত্র আবার পুনর্বহাল থাকুক।

তারা বলেন, গরিব দুঃখীর বাংলাদেশে কিসের কোটা। একটা ছেলে সারাদিন পড়বে আর যুদ্ধ করবে আর চাকরি পাবে কোটাধারীরা। এটা একটা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা কোটা চাই না। যতক্ষণ না রায় পুনর্বহাল করা হবে আমরা সড়ক থেকে ছেড়ে যাবো না।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছ।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর