আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

RAB-DG-Khurshed

এবার র‌্যাবের ডিজি হলেন এম খুরশীদ হোসেন


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নবম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বভার নিলেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
র‌্যাবের নবম ডিজি হিসেবে এম খুরশীদ হোসেন দায়িত্ব নেওয়ার মাধ্যমে তিনি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হলেন।

এদিকে, একইদিন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্বভার নিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে র‍্যাবের ডিজি হিসেবে বদলি করা হয়।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি সর্বশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর