আজ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শচীন দেব বর্মন

এবারের শচীন মেলা ২৯ অক্টোবর শুরু


কুমিল্লায় আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শহরের চর্থায় তিনদিনব্যাপী শচীন মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ মেলা অনুষ্ঠিত হবে।

কুমিল্লার কৃতি সন্তান উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের জন্ম ও মৃত্যু মাস উপলক্ষে এই মেলা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে শচীন মেলা অনুষ্ঠানের এক প্রস্তুতি সভায় একথা জানানো হয়।

শচীন মেলায় ২০টি স্টলে কুমিল্লার ঐতিহ্য কুটির ও মৃৎ শিল্পসহ বাঁশী ও বাদ্য যন্ত্রের নানান প্রদর্শন করা হবে। শচীন মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সেমিনার ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর