আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বিএনপির সংবাদ সম্মেলনে এবার যা জানালেন মির্জা ফখরুল


অনলাইন ডেস্কঃ ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বিএনপি জানিয়েছে, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনের নামে সরকার যা করছে তা বেআইনি সন্ত্রাস ছাড়া আর কিছু নয়’।

গত ৯ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠককে উদ্ধৃত করে তিনি বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটি দেশনেত্রীর দ্রুত সুচিকিৎসার বিষয়ে দারুণ উৎকণ্ঠার পাশাপাশি তার দণ্ড স্থগিতের শর্ত, বয়স এবং অসুস্থতা নিয়ে সরকারপ্রধান ও মন্ত্রীদের অশোভন, নিষ্ঠুর ও অমানবিক বক্তব্য এবং প্রচলিত আইনের অযৌক্তিক ও ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পূরণের অসুস্থ প্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

আরো বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটি দৃঢ়ভাবে মনে করে যে, স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তার ক্যান্টমেন্টের বাসভবন থেকে উৎখাত করা হয়েছিল, ঠিক একইভাবে বিনা অপরাধে ফরমায়েসি রায়ে তাকে পরিত্যক্ত কারাগারে পাঠিয়ে বিনা চিকিৎসা এবং ইচ্ছাকৃত ভুল চিকিৎসায় মৃত্যুর পথে ঠেলে দেয়ার অপচেষ্টা চালানো হয়েছে।

আরও পড়ুন বিএনপির প্রচার সম্পাদককে গভীর রাতে তুলে নিয়ে গেলো পুলিশ

এ সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া মামলা ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের বিবরণ তুলে ধরা হয়।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আমরা জানতে পেরেছি যে, আইন মন্ত্রণালয়ে একটি বিশেষ শাখা খোলা হয়েছে যাদের কাজ হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলার তালিকা করে নির্দিষ্ট কিছু মামলা দ্রুত বিচার করে সাজা দেয়ার জন্য আদালত সমূহকে নির্দেশ দেয়া।

আরো বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটি দৃঢ় ভাবে মনে করে যে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনের নামে সরকার যা করছে তা বেআইনি সন্ত্রাস ছাড়া আর কিছু নয়। সভায় অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য জোর দাবি জানানো হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে নির্বাচনের মাঠ ফাঁকা করা হচ্ছে।

ধানমন্ডির বাসা থেকে মঙ্গলবার গভীর রাতে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাকে আদালতে তোলা হয়েছে।

এ্যানির গ্রেপ্তার নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলে ফখরুল। তিনি বলেন, মধ্যরাতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার বাসার দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়েছে। যে পদ্ধতিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা ভয়াবহ ও আশংকাজনক।

তথ্যসুত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর