আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রক্তচাপ মাপের সময় যা খেয়ালে রাখবেন


লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ

বাংলাদেশের প্রায় ৩ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। এটি নীরবে নিভৃতে হৃৎপিণ্ড, বৃক্ক ও চোখের ক্ষতি করে থাকে। উচ্চ রক্তচাপ নির্ণিত হলে এটি নিয়ন্ত্রণের জন্য যাপিতজীবনে পরিবর্তনের পাশাপাশি ওষুধ সেবন করতে হয়। সঠিকভাবে রক্তচাপ পরিমাপ করা জরুরি। হাসপাতালে বা চেম্বারে ডাক্তারের কাছে এলে মানসিক উদ্বিগ্নতা কিংবা দুশ্চিন্তার প্রভাবে রক্তচাপ কিছুটা বেড়ে যায়। এমন ঘটনা ঘটতে পারে প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তির ক্ষেত্রে। এটাকে বলা হয়ে থাকে হোয়াইট কোট হাইপারটেনশন। সেজন্য ডাক্তারের চেম্বারে রক্তচাপ বেশি পেলে হুট করে বলে দেওয়া যায় না যে, এটি সত্যিকার উচ্চ রক্তচাপ। বাসায় স্বাচ্ছন্দ্য পরিবেশে উদ্বেগমুক্ত অবস্থায় পরিমাপ করা রক্তচাপ হলো আদর্শ রক্তচাপ।

রক্তচাপ মাপার নিয়ম: রক্তচাপ মাপার সময় রোগীকে বসতে হবে আরামপ্রদ অবস্থায়, চেয়ারে পিঠ লাগিয়ে। বসা অবস্থায় রক্তচাপ পরিমাপ হলো আদর্শ। হাত রাখতে হবে হৃৎপিণ্ড বরাবর। হাত ঝুলিয়ে দিলে কিংবা পা ক্রস করে বসলে রক্তচাপ সামান্য বেশি হতে পারে। শোয়া, বসা কিংবা দাঁড়ানো অবস্থায় রক্তচাপ ভিন্ন হয়ে থাকে। সাধারণত শোয়া অবস্থায় রক্তচাপ বেশি থাকে। দাঁড়ানো অবস্থায় রক্তচাপ সামান্য কমে যায়। সিস্টোলিক রক্তচাপ ২০ এবং ডায়াস্টোলিক যদি ১০ কমে যায়, তা হলে তাকে বলে পশ্চুরাল হাইপোটেনশন। বৃদ্ধ বয়সে কিংবা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই তারতম্য বেশি হয়ে থাকে। এমনটি হলে বসা থেকে দাঁড়ালে চোখে ঝাপসা লাগে। মাথা ঘোরায়। তাই বয়স্ক কিংবা ডায়াবেটিস রোগীদের শায়িত ও দাঁড়ানো অবস্থায় রক্তচাপ মাপা দরকার।

রক্তচাপ পরিমাপের ৩০ মিনিট আগে কোনো খাবার কিংবা পানীয় গ্রহণ করা যাবে না। মূত্রথলিপূর্ণ অবস্থায় রক্তচাপ মাপা ঠিক নয়। এক্ষেত্রে প্রেসার মাপার আগে প্রস্রাব সেরে নিতে হবে। এটি মাপার আগে পাঁচ মিনিট অন্তত চেয়ারে বিশ্রাম নিতে হবে।

দিনে কিংবা রাতে বিভিন্ন সময় রক্তচাপ বিভিন্ন হতে পারে। সবচেয়ে কম রক্তচাপ থাকে সকালে আর সবচেয়ে বেশি রক্তচাপ হয় বিকাল চারটা থেকে ছয়টার সময়। রক্তচাপ পরিমাপের আদর্শ সময় হল সকালবেলা। ঘুম থেকে ওঠার পর প্রস্রাব-পায়খানা সেরে পাঁচ মিনিট বিশ্রাম নিন। চা, কফি কিংবা কোনো ওষুধ গ্রহণের আগে রক্তচাপ মাপুন। এ সময়ে কোনো পেপার-পত্রিকা বা ইমেইল দেখবেন না। এগুলো আপনার রক্তচাপের ওপর প্রভাব ফেলতে পারে। মিনিটখানেক ব্যবধানে দুবার রক্তচাপ মাপুন।

প্রেসার কাপ যাতে হাতে ঢিলেঢালাভাবে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আঁটসাঁট কিংবা মোটা কাপড়ের ওপরে প্রেসার পরিমাপ করা ঠিক হবে না। প্রেসার মাপার কাপ ত্বকের সংস্পর্শে থাকলে সবচেয়ে ভালো। কাপ হতে হবে সঠিক মাপের। মোটাসোটা মানুষদের জন্য আলাদা কাপ ব্যবহার করতে হবে। ছোটদের জন্য রক্তচাপ পরিমাপের কাপ হবে ছোট। নয়তো রক্তচাপ সঠিক পরিমাপ হবে না। রক্তচাপ পরিমাপের সময় কথাবার্তা বলা একদমই ঠিক নয়। নিয়ম মেনে চলুন। ভালো থাকবেন।

লেখক : মেডিসিন বিশেষজ্ঞ ও এন্ডোক্রাইনোলজিস্ট, সিএমএইচ, বরিশাল ক্যান্টমেন্ট, বরিশাল


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর