আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে মসজিদের ইমামের ল্যাপটপ-মোবাইল চুরির ঘটনায় আটকৃত চোর।

চন্দনাইশে মসজিদের ইমামের ল্যাপটপ-মোবাইল চুরির ঘটনায় চোর আটক


নিজস্ব প্রতিবেদক

চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের রুম থেকে ল্যাপটপ,মোবাইল ও নগদ টাকা চুরির ঘটনায় জড়িত চোরকে গতকাল বুধবার সন্ধ্যায় আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।

আটককৃত আসামী হলেন- বাঁশখালী উপজেলার খানকানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা গ্রামের ইউনুসের ছেলে ইউসুফ মিয়া(৩০)।

জানা যায়,গত ৫ জুন দুপুর দেড় টার দিকে জাফরাবাদ ফাজিল মাদরাসা সংলগ্ন জাফরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলা থেকে ইমাম জাহেদুল ইসলামের রুম থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ও নগদ ২ হাজার টাকা চুরি করে নিয়ে একজন চোর ।যা সিসি ক্যামেরায় ধরা পড়ে।পরে সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করা হয়। ঘটনার দুই দিন পর ওই চোরকে বৈলতলী ইউনুস মার্কেট এলাকায় ঘুরাঘুরি করতে দেখলে জনগণ ওই চোরকে ধরে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।পরবর্তীতে তার থেকে তথ্য নিয়ে আনোয়ারার একটি বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন মুঠোফোনে জানান,’চুরির ঘটনার সাথে জড়িত ইউচুপ নামের আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’এছাড়াও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ওসি। উক্ত আসামীকে আদালতে হাজির করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ এর কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর