আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেতু আছে সড়ক নাই
সেতু আছে সড়ক নাই রাঙ্গুনিয়ার সরফভাটায়

সেতু আছে সড়ক নাই রাঙ্গুনিয়ার সরফভাটায়


সেতু আছে সড়ক নাই রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায়

 ইউনিয়নের অধিকাংশ স্থানে সড়ক পথগুলি অনুউন্নত অবস্থায় পড়ে রয়েছে। ওই ব্যাপারে স্থানীয়দের মধ্যে রয়েছে গুরুতরভাবে অভিযোগ। সরেজমিনে সরফভাটা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে গেলে নেছার উল্লাহ  মাওলানা সড়ক হয়ে নদীর পাড়ে গেলে দেখতে পাই সড়কের অংশে সেতু আছে কিন্তু সড়ক নাই। এ সময় ওই মহল্লার মাও আমিনুল ইসলাম নামে একজন শিক্ষক জানান, আমি পাশ্ববর্তী স্কুলের শিক্ষকতায় মনোনিবেশ রয়েছি। সড়কটি আমি শিশুকাল থেকে এ অবস্থা দেখে আসছি। নেতা যায় নেতা আসে কিন্তু এ সড়কের পরিবর্তন হতে দেখেনি। স্থানীয় চেয়ারম্যান ওই ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে সড়কটি সংস্কারের জন্য শতবার মেপে নিয়ে গেলেও একনো পর্যন্ত  সড়কটি পরিবর্তন হয়নি।

রাঙ্গুনিয়ার সরফভাটার মাওলানা গ্রামের লোকজনে বক্তব্য

মাওলানা গ্রামের লোকজন জানান, নেছার উল্লাহ মাওলানা সড়কের অংশ দেখিয়ে চেয়ারম্যান – মেম্বার ও স্থানীয় কিছু  আও,লীগ নেতা কর্মী গ্রুপ সংস্কারের নামে পরিষদ থেকে ডিও নিয়ে আত্সাৎ করতেন। মাওলানা গ্রামের খাল পাড়ের দোকানদার জানান, আমাদের গ্রামের অধিকাংশ বিএনপি পন্থি লোকজন বিধায় সাড়ে ১৬ বছর ধরে এ সড়ক পথের সংস্কারের কাজ আও,লীগ জনপ্রতিনিধিরা করেনি। এই সড়ক পথটি  ছিল তাদের জন্য টাকা কামাই করার খাত। এটাকে ওখানকার জনপ্রতিনিধি গণ বিএনপি এলাকা হিসাবে অনুন্নত রেখে তারা হাঁসি ঠাট্টায় মেতে থাকতেন। ওই ওয়ার্ডের মেম্বার জানান, এটি মুলত নেছার উল্লাহ মাওলানা সড়ক। এই সড়কের সংস্কারের জন্য বাজেট হয়েছে কিন্তু সরকার পরিবর্তন হলে জনৈক  ঠিকাদার কাজ না করে চলে যান। ওই সড়ক ছাড়া অন্য সড়কগুলির  কাজ করতে পেরেছি। সড়কে থাকা ওই গ্রামের একজন পথচারী বলেন, এ সড়কের কাজ না হলে টাকাতো জমা থাকার কথা।

সেতু আছে সড়ক নাই এ ব্যাপারে বিএনপি কর্মীর মন্তব্য

বিএনপি একজন কর্মী বলেন, মাওলানা গ্রামের লোকজন সড়কটি ভাংচুর থাকায় চলাচলের জন্য আমাদের চরম ভোগান্তিতে মধ্যে আছি। গত ১৯ বছর ধরে সড়কে অবস্থিত এলাকাবাসীরা নরকে বসবাসরত অবস্থায় ছিলাম। এখন আও,লীগ ফ্যাসিস সরকার পরিবর্তন হয়েছে।  এখনো কি আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে উপজেলার ইঞ্জিনিয়ার কে অনুরোধ করবো ।যাতে করে জরুরি ভিত্তিতে একটি বরাদ্দ প্রদানের মাধ্যমে সড়কটি সংস্কার করা হয়। তাহলে ওখানকার সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে প্রাণ ফিরে পাবে। সরফভাটা  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ জানান, সড়কটি জন্য বরাদ্দের জন্য আবেদন দেওয়া আছে।
সংবাদ দাতার নামঃনুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রতিনিধি চাটগাঁর সংবা
 মোবাইলঃ ০১৮১৮৪৩৭৫৯৪
 তারিখঃ ০৯-১০-০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর