আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বের জনসংখ্যা ছিল মাত্র ১ হাজার!


চাটগাঁর সংবাদ অনলাইন ডেস্ক

প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল মানবজাতি। বিশ্বের মোট জনসংখ্যা ছিল মাত্র ১ হাজার ২৮০ জন! হ্যা, আসলেই এত কম ছিল বিশ্বের জনসংখ্যা। এমনটাই বলছেন গবেষকেরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর বলছে, এ ঘটনা আজ থেকে ৯ লাখ বছর আগেকার। পৃথিবীতে তখন শীত ছিল অনেক। শীতের কারণে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছিল। গবেষকেরা এ সময়ের নাম দিয়েছেন মধ্য প্লাইস্টোসিন। ১ লাখ বছর এমন কনকনে ঠাণ্ডা ছিল পৃথিবীতে। আর এ কারণেই কমে যায় বিশ্বের জনসংখ্যা। ইস্ট চায়না নরমাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন। এ জন্য আফ্রিকা ও আফ্রিকার বাইরের প্রায় ৩ হাজার মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়। কাজ করা হয় জিন নিয়ে।

সম্প্রতি সায়েন্স নামক সাময়িকীতে প্রকাশ করা হয়েছে এসব তথ্য। তাতে বলা হয়, প্রায় ১ লাখ ১৭ হাজার বছর এমন কম মানুষই বাস করত বিশ্বে। এর পেছনে অন্যতম কারণ হতে পারে খাবারের অভাব। তবে তথ্য যা ই বলুক না কেন, মানুষের বিবর্তন নিয়ে গবেষণায় এটি বেশ কাজে দেবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর