প্রশাসনের অনুরোধে ইউনিয়নের ডাকা কর্মবিরতি ও বিক্ষোভ স্থগিত রেখে ফের কাজে যোগ দিয়েছেন চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে লোডিং-আনলোডিং শ্রমিকরা। এতে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের এই বাজারে আবারো কর্মচাঞ্চল্য ফিরেছে। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে কাজে যোগ দেন তারা।
এর আগে বুধবার মাসুদ মাঝি (৪৫) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় শ্রমিকরা। পরে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করেন তারা।
বৃহত্তর খাতুনগঞ্জ মালামাল লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কাসেম মাঝি বলেন, ‘কোন কারণ ছাড়াই সামান্য কথা কাটাকাটির জের ধরে মাসুদ মাঝিকে খুন করা হয়েছে। এখানে কর্মরত প্রায় চার হাজার শ্রমিক এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সহকর্মীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা কাজ বন্ধ রাখি। তবে প্রশাসনের অনুরোধে আমরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছি। বিকাল ৫টায় এ ঘটনার প্রতিবাদে সমাবেশ হবে। এরপর আমরা বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।’
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ‘খাতুনগঞ্জে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’