আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী নজরুল উৎসব ২৫ মে থেকে শুরু


অনলাইন ডেস্কঃ হাটহাজারী কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী নজরুল উৎসব ২৫ মে থেকে শুরু হচ্ছে, চলবে ৩১ মে পর্যন্ত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে স্কুলটিতে এ উৎসবের আয়োজন করছে চট্টল ইয়ুথ কয়ার। সংগঠনটির মহাসচিব অরুণ চন্দ্র বণিকের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন এভারেস্ট জয় করলেন হাটহাজারীর বাবর আলী

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান বক্তা থাকবেন কাটিরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জিয়াউল কুদ্দুস। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, অ্যাডভোকেট সরযু ভট্টাচার্য্য, কয়ার কর্মকর্তা লায়ন সুজিত দাশ অপু, সাংবাদিক রোজী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন।

জানা গেছে, এ উৎসবে হাটহাজারী উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুক আগামী ২৪ মে সকাল ১২টার মধ্যে কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে নাম রেজিস্ট্রেশন করতে হবে। বিস্তারিত জানার জন্য ০১৮৮০-২৩৮২০৫-এ যোগাযোগ করা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর