আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

কমছে নদীর পানি, দৃশ্যমান হচ্ছে ক্ষত


অনলাইন ডেস্কঃ রেমালের প্রভাবে ভারী বর্ষণ ও জোয়ারে বৃদ্ধি পাওয়া নদীর পানি ধীরে ধীরে কমছে। সেই সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষত।

সম্প্রতি রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর পানি কমতে শুরু করেছে। বুধবার (২৯ মে) সকাল থেকে বৃষ্টিপাত কমতে থাকায় বিভিন্ন স্থান থেকে বন্যার পানিও নামতে শুরু করেছে।

আরও পড়ুন লামায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বর্ষণ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত গ্রামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের করঙ্গাতলী, মারিশ্যা ইউনিয়নের বারবিদুঘাট, পৌরসভার পুরাতন মারিশ্যা, মাস্টারপাড়া, ঢবারপাড়া, এফব্লক, বটতলী, বাঘাইছড়ি ইউনিয়নের লাইল্যাঘানা, বেপারী পাড়া, খেদারমারা ইউনিয়নের উলুছড়ি। গত কয়েকদিন এ গ্রামগুলাের প্রায় ১৪ থেকে ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে ছিলেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার চাটগাঁর সংবাদকে জানিয়েছেন, গতকাল থেকে স্থানীয় আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষেরা বাড়ি ফিরতে শুরু করেছেন। যেসব ক্ষয় ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কাজ চলছে।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর