আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলায় রোজা ও ঈদকে কেন্দ্র করে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম। সম্প্রতি খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে সাতজন ছিনতাইকারী আটক করেছে পুলিশ। নাগরিকদের নিরাপত্তা প্রদানে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ বাহিনীর একাধিক সদস্য।
আরও পড়ুন রমজান ও ঈদ বাজারে সক্রিয় জাল টাকার চক্র, গ্রেপ্তার ১
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন শাহ্ এর নেতৃত্বে ফাঁড়ির একটি টিম খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজন ছিনতাইকারিকে আটক করতে সক্ষম হয়।
আটকরা হলো-মো. এবাইদুল্লাহ্ (১৭), রমজান আলী (২৪), তাহের (১৯), মো. আসিফ, মো. কেফায়েতুল্লাহ (২৪), আব্দুর রহিম (১৫) ও রানা (২১)।
তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি জব্দ করা হয়।