অনলাইন ডেস্কঃ দফায় দফায় অভিযান চালানোর পরেও সড়কে-ফুটপাতে অবৈধ দখলদারদের দৌরাত্ম কমছে না। রবিবার (১২ মে) চসিকের ভ্রাম্যমাণ আদালত এ ধরনের অপরাধের দায়ে ১০ ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন।
আরও পড়ুন অবৈধ স্থাপনা-পার্কিং উচ্ছেদে আইন প্রয়োগ অব্যাহত রেখেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ আদালত পরিচালনা করেন। অভিযানকালে দেখা গেছে, পোস্তারপাড় এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গাড়ির ইঞ্জিনসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন অসংখ্য ব্যবসায়ী।
এসময় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।