আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পর্দা উঠলো বিপিএলের দশম আসর


ক্রীড়া ডেস্ক

নানা আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে শুরু হয়েছে বিপিএলের দশম আসর। প্রথম দিনে দর্শকদের সাড়া ছিল বেশ ভালো। নিজের পছন্দের জার্সি গায়ে, মুখে তাদের রঙ মেখে ও পতাকা হাতে মাঠে আসছেন তারা। দর্শকদের জন্য মাঠের মধ্যে রাখা হয়েছে ৩৬০ ডিগ্রি ভিডিও করার ব্যবস্থাও।

দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বেলুন উড়ানো হয়, স্মোক কালার বোম ফাটানো হয়। মিনিট দশেকের আয়োজনে শুরু হয় বিপিএল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্দান্ত ঢাকা। আগেরবার ব্যাপক আলোচনা-সমালোচনা হওয়া ডিআরএস এবার শুরু থেকেই থাকছে। সবগুলো দলেই আছেন দেশিয় কোচ। এছাড়াও ব্রডকাস্টিংয়ের মানও উন্নত করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর