অনলাইন ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে; এটি আরো দুর্বল হয়ে পড়ায় দুর্যোগের আশঙ্কা কেটেছে। তবে আগামি কয়েকদিন চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে প্রাণ গেল ৭ জনের
সংস্থাটি বলছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল রবিবার (১৯ নভেম্বর) আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার (২০ নভেম্বর) বৃষ্টিপাতের প্রবণতা কমবে এবং পরবর্তী সময়ে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায়। এসময় চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ৩৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুরে এবং সর্বনিম্ন ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তেতুঁলিয়ায় রেকর্ড করা হয়েছে।
Leave a Reply