অনলাইন ডেস্কঃ আগামী কয়েকদিন চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘন্টা ও আগামি কয়েকদিনের দেওয়া পূর্বাভাসে শনিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস বলছে, রবিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামসহ সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং (২৫ সেপ্টেম্বর) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন আবহাওয়া পূর্বাভাসে দুঃসংবাদ
তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বৃষ্টিপাতের আশংকার কথাও জানানো হয়েছে পূর্বাভাসে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দূর্বল হয়েছে। গত ২৪ ঘন্টায় সারাদেশের মধ্যে রংপুরে বেশি বৃষ্টিপাত হয়েছে। আজ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘন্টায় সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিলো মোংলায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো বান্দরবানে।