আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মিয়ানমারে গোলাগুলির শব্দে ফের আতঙ্ক বাংলাদেশ সীমান্তে


অনলাইন ডেস্কঃ মিয়ানমার থেকে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে, এতে আবারো আতঙ্ক বিরাজ করছে টেকনাফ সীমান্তে। মঙ্গলবার (২৫ জুন) সারারাতই গোলাগুলির বিকট শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন বাংলাদেশের সীমান্তবাসীরা।

স্থানীয়দের মতে, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চললেও রাতভর নিরবিচ্ছিন্ন গোলাগুলি চলেছে। অব্যাহত ছিলো বুধবার সকালেও। হামলা ও পাল্টাহামলায় সাধারণ রোহিঙ্গারা এলাকা ত্যাগ করে সীমান্তে এসে অবস্থান নিয়েছে। তবে বিজিবির সতর্কাবস্থানে এপারে আসার সাহস পাচ্ছে না।

আরও পড়ুন সীমান্তে আবারও গোলাগুলির শব্দ, সতর্ক অবস্থানে বিজিবি

সীমান্তবাসীদের মতে, ফায়ার করা হচ্ছে মর্টারশেল ও হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে গোলা। রাখাইনে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধোঁয়ার কুণ্ডলি এপারের সীমান্ত থেকে দেখা যাচ্ছে। স্পষ্ট শুনা যাচ্ছে হেলিকপ্টার থেকে ছোড়া গোলার বিস্ফোরণের শব্দ।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর