নিউজ ডেস্ক >>> জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আলোচনা করেছি – থানাগুলো সচল করার জন্য প্রত্যেক থানাতে কিছু স্বেচ্ছাসেবক দেওয়া হবে। থানা সচল হলে আমাদের অধিকাংশ সমস্যার সমাধান হবে। সাতকানিয়া, লোহাগাড়ায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক আক্রমণগুলোর দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।” আজ রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কোর কমিটির সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদের সাথে মত-বিনিময় কালে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেন, যাদের হীন উদ্দেশ্য আছে, তারাই ধর্মের লেবাসের আড়ালে অন্যের ক্ষতি সাধন করে। তিনি আরো বলেন, রাজনৈতিক কিংবা পূর্ব শত্রুতার সূত্র ধরে সুযোগসন্ধানীরা এসব ঘটনা ঘটাচ্ছে। এসময় জানা যায়, চট্টগ্রামে উপজেলার ১৭টি থানার মধ্যে ১৪টি থাকা এক্টিভ করা হয়েছে এবং বাকিগুলো দ্রুত আগামী দুইদিনের মধ্যে সচল হবে।
এসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদের সাথে আলাপচারিতায় তাদের সাথে ঘটে যাওয়া অন্যায় ও সাম্প্রদায়িক আচরণগুলো উঠে আসে। সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান সহ এনএসআই, সেনাবাহিনী, ডিজিএফআই ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ।
Leave a Reply