আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাইভেটকার

টানেলে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার


অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। এনিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটলো টানেলে। শুক্রবার (৩ নভেম্বর) রাতে দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছেন টানেলের সহকারী ম্যানেজার (নিরাপত্তা) জাহাঙ্গীর আলম। পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। আহতের কোনো খবর পাইনি। পরে আরও বিস্তারিত জানাতে পারব।

এদিকে, এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গাড়ির পেছনের অংশ দুমড়েমুচড়ে গেছে এবং গাড়িটি টানেলের ওয়াকওয়েতে আছড়ে পড়েছে।

গত ২৮ অক্টোবর টানেল চালু হয়। তিন দিনের মাথায় টানেলের ভিতরে একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এছাড়া টানেল চালুর দিনই আনোয়ারা প্রান্তে টোল প্লাজার অদুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাডো আইল্যান্ডের ওপর উঠে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর