আজ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামিকাল চন্দনাইশ বরকল ব্রীজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 


মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ কাল ৭ নভেম্বর সকাল ১০ টায় ভাচুয়ালি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০১টি সেতু উদ্বোধনের পাশাপাশি চন্দনাইশ-আনোয়ারা উপজেলার সংযোগ সেতু বরকল ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান সড়ক উন্নয়নের ফলে ক্রমশ বদলে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা । ১৯৯৪ সালে চন্দনাইশ-আনোয়ারা সীমান্তবর্তী চাঁনখালী খালের উপর অস্থায়ীভাবে ১ বছরের জন্য নির্মাণ করা হয়েছিল বেইলী ব্রিজ। দীর্ঘ ২৭ বছর পর দুই উপজেলার মানুষের যোগাযোগের স্বপ্নের এ সেতুটি কাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে ১’শ ১৮ মিটার লম্বা ও ১০.২৫ মিটার প্রস্থ অত্যাধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণ করেছে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ। দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দীন নিশ্চিত করে বলেছেন, সেতুটি উদ্বোধনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে। সেতু ব্যবহারের মাধ্যমে ২ উপজেলার সেতুবন্ধনের পাশাপাশি কৃষিপণ্য সহজে চট্টগ্রামে যাবে, পাল্টে যাবে ২ উপজেলার অর্থনৈতিক অবস্থান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর