আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের মেয়ে সাদ গ্রুপের চেয়ারম্যানকে জাতীয় রপ্তানি ট্রফি(স্বর্ণ) তুলে দিলেন প্রধানমন্ত্রী


আব্দুল্লাহ আল মারুফ, নিজস্ব প্রতিবেদক 

দেশের রপ্তানি খাতে গূরুত্বপূর্ণ অবদানের জন্য ৭৭টি বাণিজ্য প্রতিষ্ঠানকে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফিও তুলে দেন তিনি। ট্রফি প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। ১৪ জুলাই’২৪ ইং রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ ট্রফি তুলে দেন। নাইস ডেনিম মিলস লিমিটেড, ঢাকা টেক্সটাইল ফেব্রিক্স পণ্য খাতে জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) লাভ করেন।

নোমান গ্রপের চেয়ারম্যান দেশ বরেণ্য শিল্পপতি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান আলহাজ্ব নুরুল ইসলামের সুযোগ্য কন্যা সাদ গ্রুপের চেয়ারম্যান নুর ই ইয়াসমিন ফাতেমা সিআইপি সকাল ১১ টার দিকে প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতীয় রপ্তানি ট্রফি সনদসহ জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ পদক সম্মাননা গ্রহণ করেন। এছাড়াও দেশের শিল্প বানিজ্য খাতের মধ্য হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে ১টি বিশেষ ট্রফিসহ (স্বর্ণ) মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট ৩২টি খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে ২০২১-২০২২ অর্থবছরের জন্য রপ্তানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ,কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়নপূর্বক ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করেছে তার মধ্যে সাদ গ্রুপ অন্যতম। প্রতিটি খাতের জন্য কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রোপ্য ও ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়েছে। বাংলাদেশ স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান সাদ গ্রুপ টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে বাংলাদেশিদের মধ্যে একটি বৃহত্তম কোম্পানি। এ কোম্পানি সারা বিশ্বে বছরে প্রায় ১ বিলিয়ন টেক্সটাইল এবং গার্মেন্ট পণ্য রপ্তানি করে এবং প্রায় ১০ হাজার শ্রমিক এই গ্রুপের অধীনে কাজ করে।

সাদ গ্রুপের পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলঃ নাইস ডিনিম লিমিটেড,সাদ টেক্সটাইল প্রসেসিং লিমিটেড,ইসমাইল স্পিনিং  মিলস লিমিটেড, নোমান হোম টেক্সটাইল লিমিটেড, সান কম্পোজিট লিমিটেড, ইয়াসমিন টেক্সটাইল মিলস লিমিটেড,নাইস জেন্টস ওয়েয়ার লিমিটেড।

সাদগ্রুপের চেয়ারম্যার নুর ই ইয়াসমিন ফাতেমা গণমাধ্যমকে বলেন, এই কৃতিত্বের অর্জন আমাদের প্রতিষ্ঠানের নয়, এটি আমাদের ১০ হাজার শ্রমিকের পরিশ্রমের ফসল।এই অর্জন আমাদের সকল সহকর্মীদের। তাই শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং যথা সময়ে বেতন পরিশোধ সকল কারখানা মালিকদের সর্বোপরি সকল প্রতিষ্ঠানের দ্রুত নিষ্পত্তি করা দরকার। কারণ শ্রমিকদের মন এবং পরিবার ভালো থাকলে সকল প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রমে অগ্রগতির দিকে যাবে। পরিশেষে তিনি সকল শ্রমজীবী মানুষসহ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর