অনলাইন ডেস্কঃ পদত্যাগ করছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। এর মধ্য দিয়ে দ্বীপরাষ্ট্রটিতে তার দীর্ঘ দুই দশকের শাসনামলের সমাপ্তি ঘটবে। আজ বুধবার (১৫ মে) রাতে ডেপুটি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওংয়ের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন। খবর বিবিসি।
১৯৬৫ সালে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশের পর সিঙ্গাপুর তিনজন প্রধানমন্ত্রী পেয়েছে, তিনজনই শাসক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) ছিলেন।
আরও পড়ুন এশিয়ায় সবচেয়ে সুখী দেশ সিঙ্গাপুর, দুঃখীর তালিকায় ১১ধাপ এগিয়েছে বাংলাদেশ
প্রথমজন ছিলেন লি’র বাবা লি কুয়ান ইয়ু, তাকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়। তিনি দেশটিকে ২৫ বছর শাসন করেছেন।
বিশ্লেষকরা বলছেন, এ দায়িত্ব হস্তান্তর সিঙ্গাপুরের রাজনৈতিক নেতৃত্বে বিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যা লি’র পরিবারের ছায়া থেকে সরে যাবে, যদিও লি মন্ত্রিসভায় একজন জ্যেষ্ঠ মন্ত্রী হিসাবে থেকে যাবেন।
ভাষান্তর: বণিক বার্তা