অনলাইন ডেস্কঃ সাতকানিয়া উপজেলার মির্জাখীল বাংলাবাজারে পেঁয়াজের দাম লাফিয়ে ২৫০ টাকায় পৌঁছেছে। গতকাল শুক্রবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রকাশিত একটি প্রতিবেদন সারাদেশে পেঁয়াজের দরে আকস্মিক উল্লম্ফন ঘটিয়েছে। এ কারনে দেশের প্রান্তিক পর্যায়ে গ্রাম-গঞ্জের বাজারেও এ পণ্যের দর বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর খবরে পণ্যটির দাম বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার রাতেই কেজিতে ২০-৪০ টাকা দাম বাড়ানো হয়। এরপর আজ শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে পেঁয়াজের বাজারে রীতিমতো আগুন লেগেছে। দুপুরের পরে দেশের কোথাও কোথাও পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ১৪০ টাকা।
গত কিছুদিন ধরেই দেশের বাজারে পেঁয়াজের বাজার অস্থির। গত ১৪ সেপ্টেম্বর বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি দেশি পেঁয়াজের খুচরা দর সর্বোচ্চ ৬৫ টাকায় নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এ দরে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়নি। পরে সরকার পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দিয়েছে। এরপরও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসেনি।
আরও পড়ুন আলু পেঁয়াজ ডিমের দাম বেঁধে দিলো সরকার
সম্প্রতি ভারতের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের কার্যালয় জানায়, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলারের সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর আগে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি ২৯ অক্টোবর প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের খবরে উল্লেখ করা হয়েছে, তাদের দেশে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর কাওরানবাজার, মিরপুর, রায়ের বাজারসহ বেশকিছু খুচরা দোকান ঘুরে দেখা, একেক বাজারে বিক্রেতারা পেঁয়াজের একেক রকম দাম রাখছেন। বেশিরভাগ বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম রাখা হচ্ছে মানভেদে ১৬০ থেকে ১৯০ টাকায়। এছাড়া চীন থেকে আমদানি করা বড় আকারের পেঁয়াজের দাম পড়েছে ১২০ থেকে ১৩০ টাকা।
খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ভারত রপ্তানি বন্ধের কারণে এক শ্রেণির অসৎ ব্যবসায়ী এর সুযোগ নিচ্ছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, নতুন যেসব পেঁয়াজ বাজারে আসছে, দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা রাতারাতি একযোগে দাম বাড়িয়ে দিয়েছেন।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply